- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-৩-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:২৭
কৈশোর উন্নয়নে অবদানকারীদের সম্মাননা দিল এসকেএস ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক►
এলাকার কিশোর-কিশোরীদের উন্নয়নে ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করেছে এসকেএস ফাউন্ডেশন। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সামাজিক উন্নয়নে অবদান রাখা গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. নাসির উদ্দিন শাহ।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে অবদান রাখায় সম্মাননা দেয়া হয়েছে গাইবান্ধা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ মিয়া এবং ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু বক্কর সিদ্দিক স্বপন।
কিশোর-কিশোরীদের উন্নয়নে বা মননশীল গঠনে বিশেষ প্রতিবেদন প্রকাশ করায় সম্মাননা প্রদান করা হয়েছে কমিউনিটি রেডিও- রেডিও সারাবেলা- এর সিনিয়র নিউজ প্রোডিউসার মো. ফরহাদ হোসেন। এছাড়া কিশোর-কিশোরীদের দিক নির্দেশনা দেওয়ার জন্য ১০ জন সেরা মেন্টরকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে।
গতকাল (২৯ ফেব্রুয়ারি ২০২৪) গাইবান্ধার সদর উপজেলার গোবিন্দপুর এলাকার পশু হাসপাতাল রোডে অবস্থিত খেলার মাঠে আয়োজিত কৈশোর মেলা- ২০২৪ এ উক্ত ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
মেলায় গাইবান্ধা পৌরসভা ও সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের ২৫২ টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যগণ অংশ নেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর সহযোগিতায় কৈশোর কর্মসূচির আওতায় এসকেএস ফাউন্ডেশন এই কৈশোর মেলার আয়োজন করা হয়।
মেলায় উপস্থিত কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে পৌর মেয়র বলেন, “মোবাইল আসক্তি বর্তমান প্রজন্মকে অনেকটাই বিপদের মুখে ঠেলে দিয়েছে। পড়াশোনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নামে মোবাইলের অপব্যবহার- তরুণ সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে।
তাই একটি নির্দিষ্ট গন্ডি পেরুনোর পর তরুণ সমাজকে মোবাইল ফোনের ব্যবহারের অনুমতি দেয়া দরকার। এক্ষেত্রে আইন করে নয় বরং প্রত্যেকটি পিতা-মাতা সচেতন হয়ে তার সন্তানের জন্য নির্দিষ্ট গন্ডি নির্ধারণ করে মোবাইল ব্যবহারের অনুমতি দিতে পারে।”
উপজেলা সমাজ সেবা অফিসার বলেন, “কৈশোর সময়টাই একটি মানুষের জীবন গঠনের বা দিক নির্ধারণের সঠিক সময়। আবার এটিই মানুষের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। কারণ এই সময়ে মানুষের মনে ও শরীরে যে পরিবর্তন আসে তাতে সামনে অপার শারীরিক ও মানসিক শক্তি উৎসারিত হয়। কাজেই এর সঠিক ব্যবহার খুবই জরুরি।”
এসকেএস ফাউন্ডেশন- এর অর্থ পরিচালক খোকন কুমার কুন্ডু বলেন, “ মানব সম্পদ উন্নয়ন এসকেএস ফাউন্ডেশন- এর কর্মসূচির অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে এসকেএস ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সমাজের বিশেষ বয়সের ব্যক্তি যেমন শিশু, কিশোর ও প্রবীনদের নিয়ে কাজ করছে। কৈশোর কর্মসূচি তারই একটি অংশ। তাদের গঠনে এসকেএস ফাউন্ডেশন সহযোগী সংস্থা ও সংগঠনকে নিয়ে একযোগে কাজ করছে।”
মেলায় সম্মাননা প্রদানের পাশাপাশি স্টল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়; সেখানে কিশোর-কিশোরীরা তাদের কৈশোর কর্মসূচির বিভিন্ন কর্মসূচি প্রদর্শন করেন। মেলায় তারা বিনামূল্যে গাছের চারা বিতরণ, রক্ত পরীক্ষা, পোস্টার দেওয়ালিকা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশন- জেন্ডার ও চাইল্ড প্রটোকশন ও সেফগার্ডিনিং কো-অর্ডিনেটর উম্মে কুলসুম ইলা।